ঢাকা রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪, ২৮শে আশ্বিন ১৪৩১


"করোনার ছাপ!"


পৃথিবীটা থমথমে চারিদিকে হাহাকার, মৃত্যু এতো কাছে ভাবেনিতো কেউ আর! যে দিকে তাকাই শুধু দেখি..... লাশে লাশে ভরপুর এ যেনো মৃত্যুপুরী। প্রিয়জন যায়না কাছে করেনা শেষ আদর, দুচোখে অশ্রু গড়ায় এই কি সমাদর! বিদায়ও যায় না বলা মন ভরে যায় না দেখা, হৃদয় গহীনে শুধু রক্ত ক্ষরণ। কে কাকে দেখাবে! কে কাকে বুঝাবে! কে কাকে দিবে শান্তনা....। এ যেনো না চাহিতে এক বড় যন্ত্রনা। আচ্ছা...! তবে উপায় কি!! টিকা-ফিকা কিছু নয় প্রয়োজন সচেতন, স্নেহ,মায়া আর ভালোবাসার আয়োজন, মুছে ফেলো আছে যতো হৃদয়ের কালিমা, মনটাকে করে ফেলো নিষ্পাপ, তবে! রবের মহিমায় দুর হবে করোনার ছাপ। শিক্ষার্থীঃ কবি নজরুল সরকারি কলেজ

আপনার মূল্যবান মতামত দিন:


Top