আবুল মনসুর আহমদ [১৮৯৮-১৯৭৯] ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও আইনজীবী। একাধারে এতগুলো ক্ষেত্রে অবদান রেখে যাওয়ার নজীর ইতিহাসে খুব বিরলই বলতে হবে। তিনি তাঁর আত্মজীবনী ‘আত্মকথা’র ভূমিকায় জীবন সম্পর্কে তুলে ধরেছেন বেশকিছু অসাধারণ উপলব্ধি। তিনি লিখেছেন, ‘আত্মজীবনী লেখা মানে জীবন পথে পিছন ফিরিয়া দেখা। যাঁরা বিনা ঝড় তুফানে নিরাপদে স্বাচ্ছন্দ্যের পানসিতে চড়িয়া জীবন-নদী…
বিস্তারিত